জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের কোনো অ্যালায়েন্স নেই। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।
রংপুরের ২২টি আসনেই জয়ী হতে পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
বন্যা নিয়ন্ত্রণে উত্তরাঞ্চলের সব নদ-নদীতে ড্রেজিং করতে সরকারের প্রতিও আহবানও জানান মসিউর রহমান রাঙ্গা।
শনিবার কুড়িগ্রাম জেলার পাঁচগাছি ইউনিয়ন কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এছাড়া প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছোট ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বন্যায় ক্ষতিগ্রস্তদের স্থায়ী তালিকা করার জন্য সরকারকে প্রস্তাব দিয়েছেন ।
জিএম কাদের বলেন, প্রতিবছরই কুড়িগ্রাম ও রংপুরসহ উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য স্থায়ী তালিকা করতে হবে। বন্যার সময় তাদের কার্ড অনুযায়ী ত্রাণ পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষই কষ্টের মাঝেও ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে চায় না। তাই তালিকা অনুযায়ী ত্রাণ দিলে সবার মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের স্থায়ী বন্দোবস্ত হবে।
সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জিএম কাদের আরও বলেন, প্রধান বিরোধী দল হিসেবে আমরা সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় বন্যার্তদের পাশে ছিলেন। আমরাও তার দেখানো পথে দুর্গত মানুষদের সেবায় নিয়োজিত থাকব।
‘আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শোককে শক্তিতে পরিণত করে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম করব। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে আমরা সংসদে তা তুলে ধরব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু আতংক ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে। ডেঙ্গুজ্বরে মানুষ মারা যাচ্ছে, সরকার মানুষের ডেঙ্গুভীতি দূর করতে পারেনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল ইসলাম, জাতীয় পার্টি নেতা ডা. সেকান্দার আলী, ইউপি সদস্য এরশাদ, জাতীয় পার্টির কৃষিবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন খান, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন মৃধা, ফারুক শেঠ, সোলেমান সামি, আনোয়ার হোসেন তোতা, নুরুল হক ও জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব ফয়সাল দিদার দিপু।