নিজস্ব প্রতিবেদক:
জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদভুক্ত যেসব দল আছি তাদের বিজয়ের মতো আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামীলীগ নিরঙ্কুশ জয় লাভ করবে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. আব্দুল বাছেত মজুমদার বলেছেন, আমি রাজনৈতিক অঙ্গনে তেমন কোন কাজ করতে পারিনি। আমি এমপি বা মিনিষ্টার হবার মতো যোগ্যতা অর্জন করি নাই। গত বছর আইনজীবী হিসেবে ৫০ বছর পার করেছি। বাংলাদেশের আইনজীবীদের একটা সংগঠন আছে, বাংলাদেশ বার কাউন্সিল। জননেত্রী শেখ হাসিনা আমাদের ৭ জনকে মনোনয়ন দিয়েছেন। বার কাউন্সিল নির্বাচন সংসদ নির্বাচনের চেয়ে কম নয়। সেই নির্বাচনে আমরা আওয়ামীলীগের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয়ী হয়েছি। এই বিজয় আমার ব্যক্তিগত বিজয় নয়। এ বিজয় আমার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিজয়, বঙ্গবন্ধুর আদর্শের বিজয়।
মঙ্গলবার (২৯ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় জেলা আওয়ামীলীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হবার পর আজ প্রথম নারায়ণগঞ্জে এসেছি। তাই আমি নারায়ণগঞ্জ বারের সভাপতি, সাধারণ সম্পাদককে থাকতে বলেছি। আমরা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদভুক্ত যেসব দল আছি তাদের বিজয়ের মতো আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামীলীগ নিরঙ্কুশ জয় লাভ করবে। আমাদের দেশ যাতে এভাবেই এগিয়ে চলে সে দোয়া করি। আমরা সবাই আওয়ামীলীগের সহযোগী হিসেবে থাকবো।
তিনি আরও বলেন, রমজান মাস আত্মসংযমের মাস, মাগফেরাতের মাস। বাদল আওয়ামীলীগের একজন বিশিষ্ট নেতা ও আইনজীবী। সে আইনজীবী হবার কারনে আমার অতি পছন্দের ও স্নেহের। তার আমন্ত্রনে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে আসতে পেরে উপস্থিত সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
বাংলাদেশ বার কাউন্সিলে নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রধান অতিথিকে অভিনন্দন জানিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, আজকের প্রধান অতিথি যিনি উপস্থিত আছেন তিনি আমাদের জন্য আইকন। এ মাস পবিত্র মাস, রহমতের মাস। এটা নির্বাচনের বছর। আমরা নৌকার বিজয়কে আবার ছিনিয়ে আনবো। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে তৃতীয় বারের মতো ক্ষমতায় আনবো। তাকে আমরা আবার ক্ষমতায় দেখতে চাই।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হামিদ মিয়া, ‘ক’ সার্কেলের পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, দপ্তর সম্পাদক এমএ রাসেল, উপ দপ্তর সম্পাদক হাবীবুর রহমান হাবীব, কার্যকরী সদস্য হাজী আফজাল হোসেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ শিরিন শারমিন, নারায়ণগঞ্জ বার কাউন্সিলের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মহসীন মিয়া, সদর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সোনারগাঁ মহিলালীগের সভাপতি এড. নূরজাহান, সাধারণ সম্পাদক উর্মি ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল, রুপগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, শ্রমিক নেতা আখতারুজ্জামান, ছাত্রনেতা সুলতানউদ্দিন নান্নু, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজসহ জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, আমাদের সকলের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। তিনি প্রধানমন্ত্রীর আস্থার মানও রেখেছেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন।