আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ আর নেই

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু বরণ করেন, ইন্নাল্লিলাহী……রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। শুক্রবার সকাল  জুম্মাবাদ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ গুণী রাজনীতিবীদের যানাজার নামাজে অংশ নেন নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক),গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আলহাজ মঞ্জুর হোসেন ভূঁইয়া ,রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান শাহিন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা,সাধারণ সম্পাদক আল-আমিন আহম্মেদ প্রমুখ।