সংবাদচর্চা রিপোর্ট
দু’জনই দু’টি আসনের সংসদ সদস্য। পার্থক্য একজন আওয়ামী লীগের অপরজন জাতীয় পার্টির। সেলিম ওসমান ও শামীম ওসমান ভাষা সৈনিক পরিবারের সন্তান। তবে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দেখাতে যায়নি তাদের। না রাতের প্রথম প্রহরে না দিনের আলোতে।
পাকিস্তানী স্বৈরশাসকরা এ দেশের মানুষের মুখের ভাষা কেঁড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্র ভাষা করতে চেয়েছিলো। এর বিরুদ্ধে সোচ্চার হয় এদেশের ছাত্র সমাজ, রাাজনীতিক সহ সর্বস্তরের মানুষ। ১৯৫২ সালে মায়ের ভাষা বাংলার অধিকার রক্ষার্থে জীবন দিয়ে বাংলার মান রক্ষা করেছিলো ভাষা শহীদদের। সে থেকে একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাতিসংঘ এ দিন গোটা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করেছে। সব মিলিয়ে অমর একুশ বাঙ্গালী জাতির গৌরবের দিন। মাথা উঁচু করার দিন। পৃথিবীতে মায়ের ভাষা রক্ষা করতে আর কোথাও জীবন দিতে হয়নি।
এবার অমর শহীদ দিবস উপলক্ষ্যে রাতের প্রথম প্রহরে চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এরপর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। সকালেও বিভিন্ন সংগঠন ও অগনিত মানুষ শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে।
এদিকে আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা যায়নি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে। তার অনুগতদের মধ্যে দুই একজনকে দেখা গেলেও অধিকাংশই অনুপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে নেতা না আসায় অনুগত কর্মীরাও আসেননি। অনেকে মনে করেছিলেন, হয়তো অসুস্থ কিংবা দেশের বাইরে রয়েছেন তাই আসতে পারেননি। তবে ২২ ফেব্রুয়ারি ব্যক্তি মালিকানাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তাকে দেখা গেছে। এ স্কুলে লেখাপড়ার ব্যয় অনেক। সাধারণত ধনীর সন্তানেরাই এ স্কুলে পড়ে।
কথায় কথায় নিজের পরিবারের কৃতিত্বের কথা গর্বের সাথে উচ্চারণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এবার একুশে ফেব্রুয়ারিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি তাকেও। ভাষা সৈনিক পরিবারের দুই এমপিকে শহীদ মিনারে না দেখে অনেকেই প্রশ্ন ছুড়েছেন। তবে তাদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী শহরের দেওভোগের বাসিন্দা আর এখানেই থাকেন তিনি। অপরদিকে চাষাঢ়ায়, জামতলায় বাড়ি থাকলেও এমপি সেলিম ওসমান ও এমপি শামীম ওসমান থাকেন ঢাকাতে।