আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভীর মৃত্যু গুজব!

সংবাদচর্চা রিপোর্ট
বিকেলে ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যম নারায়ণগঞ্জের সংবাদকর্মীদের কাছে ফোন করেন। প্রথমে তারা জানতে চান মেয়র আইভীর কি খবর। এক দুই লাইন কথা বলে সরাসরি জিজ্ঞাসা করেন, উনি কি মারা গেছেন। এমন প্রশ্নে অনেকেই থ’ বনে যায়। তবে মুহূর্তের মধ্যে কথাটা ডালপালা গজাতে শুরু করে। বিভিন্ন জায়গা থেকে কল আসে আর প্রশ্ন সেই একই, ‘মেয়র আইভী কি মারা গেছে’। তবে শেষ পর্যন্ত জানা যায় তা একেবারেই গুজব। একটি ফেসবুক আইডিতে তার মুত্যুর গুজব ছড়ানো হয়।

রোববার বিকেল থেকেই চারদিকে কানাঘুষা শুরু হয়। পরিচিতজনরা একে অপরের মোবাইল ফোনে কল করে জানতে চান কেমন আছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। কেউ আবার বলেন, তিনি সুস্থ্য আছেন তো। এমন প্রশ্নে কেউ কেউ ভড়কে যায়। কেউ আবার পাল্টা প্রশ্ন করেন, কেন আপনি কি জেনেছেন। এ প্রতিবেদকের কাছে ঢাকার একজন ক্রীড়া সাংবাদিক সহ কয়েকজন একই রকম প্রশ্ন করেন। কয়েক লাইন কথাবার্তার পর কি শুনেছেন এমন প্রশ্ন করলে শেষতক তারা বলেন, আইভী না-কি মারা গেছে।

এ সময়ে তারা একটি বেসরকারী টেলিভিশনের নাম নিয়ে বলেন, ওই টিভির টিকারেতো দেখিয়েছে। তবে এ প্রতিবেদক তাদের জানান, দুপুরে একজন কাউন্সিলর মেয়র আইভীর সামনে থেকে ফোন করেছিলেন। একটা বিষয় নিয়ে আলাপ করেছিলেন তিনি। ওই সময়ে ওই কাউন্সিলর জানান, আমি মেয়র মহোদয়ের সামনে বসে আছি।

জানা যায়, গুজবটা রটে একটি ফেসবুক আইডি থেকে। গতকাল সন্ধ্যায় ‘একজন শাহরিয়ার’ নামক ওই আইডিতেই মেয়র আইভী নিউইয়র্কে মারা গেছেন বলে পোস্ট দেয়া হয়’। জানা গেছে এ আইডিটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মঞ্জুর শাহরিয়ারের। তবে পোষ্ট আপলোডের ২৫ মিনিটের মধ্যেই তিনি তা সরিয়ে নেন।
এ বিষয়ে গতকাল কথা হয় মেয়র আইভীর ছোট ভাই ও শহর যুবলীগের