আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভীর মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

এসময় আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.আনিসুর রহমান দিপু বলেন, আমরা শতভাগ নিশ্চিত নৌকা জিতবে। নগরবাসী মেয়র আইভীর পক্ষে আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শামীম ওসমানের মনক্ষুন্ন তা আমার জানা নেই।