আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইনজীবী সমিতি ভবন উদ্বোধন করলেন সেলিম ওসমান

সংবাদচর্চা অনলাইন

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ডিজিটাল বাড় ভবন উদ্বোধন হয়েছে। এতে করে জেলা আইনজীবী সদস্যদের বসার পেলেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা আইনজীবী সমিতির এ ডিজিটাল বাড় ভবন উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান আইনজীবীদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি ডিসেম্বরের মধ্যে বার ভবনের ২য় তলা সম্পূর্ণ করে দেয়ার আশ্বাস দেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মহসীন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহাবুবর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা ফেরদৌসি,

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা,পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি মেরিনা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ চেম্বার অব কমাসের্র সভাপতি খালেদ হায়দার খান কাজল,বিকেএমইএ’র সহ-সভাপতি(অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।