আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইনজীবীর মামলায় পুলিশ কর্মকর্তার জামিন নামঞ্জুর

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়নগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট এডভোকেট জাসমিন আহম্মেদ এর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশ কর্মকর্তা স্বামী আবু নকীবের জামিন নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। তবে আদালতের বিচারক আগামী ২২ জুলাই পরবর্তী জামিন ও চার্জ শুনানির দিন ধার্য করেন।

বাদী পক্ষের আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত ছিলেন, এড. সিদ্দিকুর রহমান, এড. আমেনা, এড, সুইটি ইয়াসমিন প্রমূখ।

জামিন বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউট এডভোকেট জাসমিন আহম্মেদ দৈনিক সংবাদচর্চাকে জানান, নারী ও শিশু দমন আইনের মামলায় আসামীর জামিন শুনানীর দিন ধার্য্য থাকলেও আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এছাড়াও আগামী ২২ জুলাই আসামীর জামিন ও চার্জ শুনানির দিন ধার্য করেন।