নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের প্যানেল পরিচিতি, মত-বিনিময় সভা ও তাদের সঙ্গে নৈশ্যভোজে অংশগ্রহন করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালত পাড়ায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ হতে মনোনীত মোহসিন মাহবুব প্যানেলের প্রচারণা শেষে এ তথ্য জানান পিপি ওয়াজেদ আলী খোকন।
তিনি জানান, আইনজীবীদের স্বার্থে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিরা অনেক আন্তরিক। আইনজীবীদের সুবিধার কথা চিন্তা করে ডিজিটাল বার ভবন নির্মান করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারী নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান রাইফেল ক্লাবে আইনজীবীদের সঙ্গে নৈশ্যভোজ করবেন।
এর আগে মোহসীন-মাহবুব প্যানেলের প্রার্থীদের নিয়ে আদালত পাড়ায় আইনজীবীদের কাছে ভোট প্রার্থনা করেন দলটির নেতৃবৃন্দ। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট এমদাদুল হক তারাজ উদ্দিন, এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, এডভোকেট সেলিমা বেগম, এডভোকেট নূরজাহান প্রমুখ।
আরকেএন/এসএএইচ