নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাধারণ আসনের সদস্য প্রার্থী এড. সৈয়দ রেজাউর রহমানকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় গনসংযোগ করেছেন আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা।
বুধবার (৯ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে ভোট প্রার্থনা করেন তারা। এ সময় তারা নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীদের কাছে গিয়ে সাদা প্যাণেলের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচনী গন সংযোগে আরো উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজী এড. মাসুদ উর রউফ, সাবেক পিপি এড. আসাদুজ্জামান, এড. সাজ্জাদুল হক সুমন, এড. ইসরাত জাহান ইনাসহ আওয়ামীপন্থী আইনজীবীরা।