আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ত্র মামলায় নুর হোসেনের যাবজ্জীবন (ভিডিওসহ)

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন দন্ড দিয়েছে আদালত।

বুধবার ৬ই জানুয়ারি দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা দেন। একই সাথে একটি চাঁদাবাজি মামলায় স্বাক্ষ্য প্রমাণ না থাকায় ওই মামলায় তাকে খালাস দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি সালাহ উদ্দিন সিটু জানান, ২০১৩ সালে সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেনকে আসামি অস্ত্র মামলা করে পুলিশ। ওই মাললায় উল্লেখ করা হয়, ডিসি অফিস কর্তৃক অস্ত্রের লাইসেন্স বাতিল করার পরও সে নিজের হেফাজতে রাখে ও ব্যবহার করে।

তিনি জানান, নূর হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের মোট পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষে  ১৮৭৮ সালের অস্ত্র আইনে বিজ্ঞ আদালত এ রায় দেয়।

এর আগে সকালে পুলিশি নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

https://youtu.be/69fNionapTo

স্পন্সরেড আর্টিকেলঃ