আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ত্র প্রসঙ্গে শামীম ওসমানকে যা বললেন আইভী

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী  শামীম ওসমানের সমালোচনা করে বলেছেন , আপনি যেটাই করতে চান না কেন, কোনটাই আপনি করতে পারবেন না।

তিনি বলেন, যে ব্যক্তি বলতে পারে পুলিশের চেয়েও বেশি অস্ত্র তার কাছে থাকে। তিনি এত বছর পর এসে কি বুঝাতে চাচ্ছেন? কাকে ভয় দেখাতে চাচ্ছেন? নারায়ণগঞ্জে নতুন করে আবার কিসের ষড়যন্ত্র করছেন? একসাথে অনেকজনকে হত্যা করতে চাচ্ছেন? নাকি নারায়ণগঞ্জের ডিসি-এসপি এবং প্রশাসনকে ভয় দেখিয়ে আবার রামরাজত্ব কায়েম করতে চাচ্ছেন?

শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরের দেওভোগে শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছর পূর্তিতে  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, ‘ত্বকীর আগে নারায়ণগঞ্জে কতো হত্যাকান্ড যে হয়েছে তা শুধু এই শহরের মানুষ না সারা বাংলাদেশই জানে। সারা বাংলাদেশের মানুষ নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে জানতো। কারণ একটি পরিবার পরপর বহু হত্যাকান্ড সংঘটিত করেছে। তাদের কোনো বিচার হয় নাই বলেই ত্বকী হত্যাকান্ড হয়েছে।’

তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জে বেঁচে থাকা অবধি এই শহরের আনাচে-কানাচে প্রতিটি মানুষকে নিয়ে আপনার বিরুদ্ধে রুখে দাড়াবো। আপনি ওই অস্ত্রের ভয় আমাদের দেখাবেন না। আপনার বহু অস্ত্র আমরা দেখেছি। আপনি প্রশাসনকে ভয় দেখাতে চান? একজন কনস্টেবলও আপনাকে ভয় পায় বলে আমার মনে হয় না। এই শহরের একটা রিকশাওয়ালা, একজন ছোট বাচ্চাও ভয় পায় বলে আমার মনে হয় না। সুতরাং জুজুর ভয় দেখাবেন না। আপনি গডফাদার? ওই ভয় আমরা পাই না।’

শামীম ওসমানকে ‘গডফাদার’ উল্লেখ করে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আপনাকে নাকি দুটো পত্রিকা গডফাদার বানিয়েছে। কিন্তু আপনি নিজেই তো প্রমাণ করলেন- আপনার কাছে হাজার হাজার অস্ত্র , যে অস্ত্র পুলিশের কাছেও নাই। এই অস্ত্র আপনি কোথায় পান? তাহলে আপনি তো অবশ্যই গডফাদার। তাহলে এতোদিন নারায়ণগঞ্জের মানুষ বলেছে, প্রচুর হত্যাকান্ডের সাথে আপনার পরিবার জড়িত। তাহলে সেটাই সত্য।’

সভায়  সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি ,নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম ,মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল হক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ প্রমুখ।