আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া অসুস্থ, তবে গুরুতর নয়:চিকিৎসক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর নয়: চিকিৎসক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর নয়: চিকিৎসক

সংবাদচর্চা ডটকম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, তবে গুরুতর নয়। তিনি বাম হাতে, পায়ে ও ঘাড়ে ব্যাথা বোধ করছেন। হাত ঝিমঝিম করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক অধ্যাপক মো. শামসুজ্জামান সোমবার সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার ব্যথা আগে থেকেই ছিলো। তবে একটু বেড়েছে।
হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক শাহ আলম তালুকদার বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের প্রধান করা হয় অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক অধ্যাপক মো. শামসুজ্জামানকে।

তিনি জানান, তার (মো. শামসুজ্জামান) নেতৃত্বে মেডিকেল বোর্ড রবিবার দুপুরে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। বোর্ডের অন্য চিকিৎসকরা হলেন- মেডিসিন বিভাগের ডা. টিটু মিয়া, নিউরোলজি বিভাগের ডা. মনসুর হাবীব ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা. সোহেলী রহমান।

খালেদার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাওয়া হয় অধ্যাপক মো. শামসুজ্জামানের কাছে। তিনি  বলেন, কারাগারে আসার আগেই খালেদা জিয়ার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সেটা এখন একটু বেড়েছে। তবে গুরুতর নয়।

তিনি বলেন, এ ধরনের সমস্যা বয়সের কারণেও হয়ে থাকে। তবে নিয়মিত চিকিৎসা চললে ঠিক হয়ে যাবে। এখনই হাসপাতালে ভর্তি করতে হবে এমনটিও নয়। তিনি আগে থেকেই যেসব ওষুধ সেবন করছেন, তার সঙ্গে ২-৩টা ওষুধ যোগ করা হয়েছে। পাশাপাশি ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়েছে। রক্ত পরীক্ষা ও এপরে করতে বলা হয়েছে। এই পরীক্ষা কারাকর্তৃপক্ষ করাবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। সেদিন থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।

সর্বশেষ সংবাদ