আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লায় করেনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আলামিন হোসাইন। বুধবার দুপুরে ফতুল্লার পূর্বলালপুর এলাকায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু ও পেয়াজ। এর আগে বন্দর উপজেলার মূছাপুর ইউনিয়নে নিজ এলাকায় প্রায় ৪৬০ টি পরিবারকে ১৫ কেজি ওজনের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।

আলামিন হোসাইন বলেন, করোনা ভাইরাসের কারনে অনেকেই আজ কর্মহীন হয়ে পরেছে। আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। তাই আমি অসহায় মানুষের জন্য সামান্য এ উপহার দিয়েছি। সামনে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেয়ার কার্যক্রম চলছে।

এসএমআর