আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অসহায় চিত্রগ্রাহকদের পাশে কবরী

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে  চিত্রগ্রাহকদের অনেকেই কষ্টে দিনযাপন করছেন। চলচ্চিত্রের চিত্রগ্রাহকদের সমিতির কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি সাহারা বেগম  কবরী। তারা পর্দায় চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য নান্দনিকভাবে যাঁরা উপস্থাপন করেন। কবরী  সংগঠনটির তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছেন। করোনার এই সংকটে কবরীর কাছ থেকে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞ সমিতির সভাপতি জ্যেষ্ঠ্য চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু। সোমবার সকালে এই খবর জানান তিনি।

জানা গেছে, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন। এই অবস্থায় কষ্টে আছেন ২৫ জনের মতো। আবদুল লতিফ বাচ্চু বলেন, ‘অনেকে গ্রামে চলে গেছেন। লকডাউনের কারণে কেউ আসতেও পারছে না। আসার ব্যবস্থাও নাই। সব মিলিয়ে বেশ অসহায় অবস্থায় আছেন অনেকেই। কবরী ম্যাডামের সঙ্গে এসব নিয়ে আলাপের একপর্যায়ে নিজে থেকেই উদ্যোগী হলেন, যা ছিল বেশ ভালো লাগার। কবরী ম্যাডামের কাছ থেকে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেব।’

সর্বশেষ সংবাদ