আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্থের অভাবে যেন কারো পড়ালেখা বন্ধ না হয়: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার দেশকে শিক্ষায় অনেকদূর এগিয়ে নিচ্ছে উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, অর্থের অভাবে যেন কোন শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে সরকারী তোলারাম কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকে তোমরা যারা শিক্ষার্থী তারাই হচ্ছো আগামী দিনের ভবিষ্যত, তোমরাই এদেশকে নেতৃত্ব দিবে। তিনি বলেন, শুধু পড়ালেখাই করলে হবেনা, তোমাদের বাবা মাকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে তাদেরকে খুশি রাখতে হবে। বাবা মাকে যে সন্তান সম্মান দিতে পারেনা সে কখনোই বড় হতে পারেনা। বিপদ আসবেই কিন্তু বাবা মায়ের দোয়া থাকলে সে সন্তান কোনদিন কোন বিপদ আপদে আটকাবে না।

অনুষ্ঠানে তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-জাতীয় মহিলা সংস্থা জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, উপাধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ আমিনুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান সায়েরা বেগম।

সরকারী তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা গোপীনাথ দাস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা মহিলা লীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, কাউন্সিলর ইফতেখারুল আলম খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, সাবেক কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি প্রমুখ। আলোচনা শেষে ব্যান্ড ৫২ সঙ্গীত পরিবেশন করে।