আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে অবৈধ গাড়ি পার্কিং বন্ধের অভিযান শুরু

অবৈধ

না.গঞ্জে অবৈধ গাড়ি পার্কিং বন্ধের অভিযান শুরুঅবৈধসংবাদচর্চা ডেস্ক:

হকার উচ্ছেদের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ‘অবৈধ পার্কিং’ বন্ধে অভিযান। গত ২১ জানুয়ারী সকালে বঙ্গবন্ধু সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং করার কারণে চালকদের কাছ থেকে আদায় করা হয়েছে দু’হাজার টাকা করে জরিমানা।

পাশাপাশি কেউ কেউ এমন উদ্যোগের সমালোচনা করে বলেন, নারায়ণগঞ্জের একটি বিপনী বিতান কিংবা বানিজ্যিক ভবনেও কোন কার পার্কিং নেই। সিটি কর্পোরেশনও কোন পার্কিং তৈরী করেনি এখনো। তাহলে এই গাড়িগুলো কোথায় রাখা হবে? তাহলে কি বলব নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে বের হওয়া যাবেনা। সমস্যা সমাধানে ভবিষ্যতে পার্কিং এর ব্যবস্থা ছাড়া কোন ভবন তৈরীর অনুমতি না দেয়ার পাশাপাশি সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ও ভবন মালিকদের পার্কিং এর ব্যবস্থা করার আহ্বান জানান তারা।

এছাড়া যে সকল যানবাহনের চালক পাওয়া যাচ্ছে না সে সকল যানবাহনগুলোকে নেয়া হচ্ছে পুলিশি হেফাজতে। প্রশাসনের এমন ভূমিকায় নগরবাসী বলছে যত্রতত্র গাড়ি পাকিং এর দিন শেষ।

তবে গতকাল থেকেই নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে শুরু হয় এই অভিযান। অভিযানে অংশ নেয়া নারায়ণগঞ্জ পুলিশ লাইনের এক পুলিশ কর্মকর্তা বলেন, শহরকে নগরবাসীর জন্য আরো বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দে চলাচলের ব্যবস্থা করে দিতেই পুলিশ সুপারের অফিস থেকে এই অভিযান। আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।