আজ শনিবার, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধ স্বর্ণের কারবারি আপন জুয়েলার্সের মালিকদের জামিন স্থগিত

টি.আই.আরিফ নিজস্ব প্রতিবেদক:অবৈধ স্বর্ণের কারবার করায়  আপন জুয়েলার্সের মালিকদের জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।হাইকোটের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা শুনানি সোমবার চেম্বার বিচারপতি ইমন আলী ২১ ডিসেম্বর পর্যন্ত জামিন স্থগিতাদেশ দেন।

আসামীদের পক্ষে শুনানী করেন আইনজীবি মনিরুজ্জামান।রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটনি জেনারেল মোতাহার হোসেন।

গত বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ,বিচারপতি সহিদুল করিমের গঠিত হাইকোট বেঞ্চ অর্থপাচার সহ শুল্ক গোয়েন্দা অধিদফতরের করা পাঁচ মামলার তিন মামলায় দিলদার আহমেদ সহ আপন জুয়েলার্সের তিন মালিক কে জামিন দেন আদালত।

বাকী দুই মামলায় হাইর্কোটের শুনানি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।অন্য আসামীরা হলেন গুলজার আহমেদ ,আজাদ আহমেদ।

উল্লেখ্য যে শুল্ক গোয়েন্দা সংস্থা গত মে মাসে আপন জুয়েলার্সের ১৫দশমিক ৩মণ সোনা ,সাত হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে।ধানমন্ডি,গুলাশান রমনা,উত্তরা থানায় গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের তিন মালিককে আসামী করে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়।