নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও নগরবাসীর নিরাপদ চলাচলের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ পাকিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মে) সকাল ১০টায় খাজা সুপার মার্কেটের সামনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ লাইসেন্স, গাড়ির ফিটনেস, গাড়ির কাগজপত্র ও অবৈধ পার্কিংয়ের জন্য ১৩৫, ১৩৭ ও ১৫২ ধারায় মামলা ও জরিমানা করা হয়েছে।
অভিযানে মোট ৮টি মামলায় ৪৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি ভূঁয়া লাইসেন্স জব্দ করা হয়।