নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা হয়েছে । সেই দেশকে অগ্রাহ্য করা যাবে না। ভোটার না হয়ে স্বাধীন দেশের হাওয়া খাবেন তা হয় না। আবার একাধিক ভোটার হওয়াও দন্ডনীয় অপরাধ। আমি হুশিয়ারি দিয়ে বলতে চাই কারো নাম ব্যবহার করে অবৈধ আইডি কার্ড বানানো যাবে না।
সোমবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন , দেশের নাগরিত্বের জন্য হলেও আমাদের ন্যাশনাল আইডি করতে হবে। অনেকে মনে করে ভোট দিবো না, ন্যাশনাল আইডির প্রয়োজন নেই । এই ধারণা বদলাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোস্তাফিজুর রহমান, র্যাব ১১ এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, প্রথমিক শিক্ষা অফিসার অহিন্দ্রৎ কুমার মন্ডল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোনয়ারা সুরুজ প্রমুখ।