নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্যাপিলন নীট এপারেস লিমিটেডের আদোলনরত শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে দুই জন শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন বেবি ও নাজমা। রবিবার দুপুরে আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সিদ্দিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, শ্রমিক বেবি, লিপি, হালিম, মোসারফ, রাসেল প্রমুখ।