আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে ফোরজি সেবার যাত্রা শুরু

অবশেষে ফোরজি

অবশেষে ফোরজি সেবার যাত্রা শুরুঅবশেষে ফোরজি

নিজস্ব প্রতিবেদক:

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফোরজি যুগে প্রবেশ করল দেশের মোবাইল ফোন প্রযুক্তি। সোমবার সন্ধ্যায় দেশের চার মোবাইল ফোন অপারেটরকে সরকারের পক্ষ থেকে ফোরজির লাইসেন্স হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার গ্রামীণফোন, টেলিটক, বাংলালিংক ও রবির অপারেটরদের হাতে ওই লাইসেন্স তুলে দেন ডাক,।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, রবি আজিয়াটা লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এবং টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস লাইসেন্স গ্রহণ করেন।

এরপরই গ্রামীণফোন, বাংলালিংক ও রবির ফোরজি সেবা চালু হয়ে যায়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।

ফোরজি চালু হওয়ায় ইন্টারনেটের গতি অনেক বাড়বে বলে জানাচ্ছেন টেলিকম খাত সংশ্লিষ্টরা।