আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে নাসিক ৮নং ওয়ার্ডের সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

অবেশেষে গঠন করা হলো সৈয়দপাড়া পঞ্চায়েতের পূর্ণাঙ্গ কমিটি। দীর্ঘদিন আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল এই পঞ্চায়েত। যার কারণে বিভিন্ন সমস্যার সম্মুক্ষিন হতে হচ্ছিলো। স্থানীয় কিছু আভ্যন্তরিন সমস্যার কারণে দীর্ঘদিন পূর্নাঙ্গ কমিটি করা সম্ভব হচ্ছিল না। অবশেষে সৈয়দপাড়া এলাকার বিভিন্ন স্তরের মুরীব্বিদের পরামর্শে আহবায়ক কমিটি ও উপদেষ্টারা নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লার সরানাপন্ন হয়।

পরে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মুরুব্বিদের সাথে দীর্ঘ আলোচনা ও মতামত প্রকাশের মাধ্যমে পঞ্চায়েত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারিত করা হয়। এবং এরাই অতিসত্বর একটি পূর্ণাঙ্গ কমিটি বানাবে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়। কমিটির তিনটি পদে যারা রয়েছেন তারা হলো সভাপতি হাজী মোঃ মমিন হোসেন, সাধারণ সম্পাদক হিসাবে মোঃ ওমর ফারুক উজ্জল ও সাংগঠনিক সম্পাদক হিসাবে হাজী মোঃ হাবিবুর রহমান।