নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থী হত্যার প্রতিবাদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে সকাল থেকে উত্তাল নারায়ণগঞ্জ। শহরের প্রাণ কেন্দ্র চাষাড়া মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে শহর। আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে নৌ-মন্ত্রীর পদত্যাগ চাই উই ওয়ান্ট জাস্টিস ৯ টাকায় ১ জিবি নয়, নিরাপদ সড়ক চাই পড়তে এসেছি, মরতে নয় স্বার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী কেন হাসে এসব স্লোগান লিখিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
রাজধানীর কুর্মিটোলায় দুই বাসের রেষারেষিতে রাস্তার পাশে অপেক্ষমান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা আজ (১ আগস্ট) সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ শহর অবরুদ্ধ করে রাখে ।
নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজ এর শিক্ষার্থী ছাড়া অন্যান্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধে অংশ নিয়েছে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একটি বাসের গ্লাস ভাংচুর করে।
ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল হাসান, ইন্সপেক্টর (তদন্ত ) আব্দুর রাজ্জাক ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদিনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। শিক্ষাথীরা সিদ্ধিরগঞ্জ যাবার রাস্তা, সাইনবোর্ড লিংক রোডের রাস্তা, পাগলা ফতুল্লা যাবার রাস্তা, শহরের নিতাইগঞ্জের দিকের রাস্তা সহ পুরো চাষাড়া চত্তর অবরোধ করে রেখেছে। এক পযায়ে সকাল ১১টা ৩০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ট্রেন আটকে দেয়। দুপুর তিনটা পর্যন্ত অবরোধ চলছে।
আন্দোলনে সরকারি তোলারাম কলেজ, মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, ডা. মাহুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী চাষাড়ায় অবস্থান করছে।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানায়, সকাল ১০টা থেকে তারা অবরোধ শুরু করেছে। এই অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে কোন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। তবে জরুরী প্রয়োজনের কয়েকটা গাড়ি ছাড়া হচ্ছে।
তারা আরো জানান, তাদের সহপাঠীর মৃত্যু হয়েছে। তারা তাদের ভাই-বন্ধুকে হারিয়েছে। আগামীকাল তাদের নিজের জীবনেরও সংশয় রয়েছে। এর প্রতিবাদে তারা শান্তিপূর্ণ একটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে কোন বিশৃঙ্খলা তৈরি হবে না।