সংবাদচর্চা রিপোর্ট:
অফিস করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মঙ্গলবার (১১ মার্চ) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । কার্যালয়ে এসেই কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।
প্রসঙ্গত গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রুটিন চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপসহ কিছু সাধারন শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষনে ছিলেন। তিনি এখন সুস্থ হয়েছেন। হাসপাতালে থেকেও গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ডাক্তার, নার্স এবং রোগীদের সাথে কথা বলছেন। তাদের খোঁজ খবর নিয়েছেন। তাছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রমের তদারকি করছেন। বিভিন্ন ফাইলে সই করেছেন।