আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপু বিশ্বাসের কলকাতার পোশাক বর্জন !

অপু বিশ্বাসের

অপু বিশ্বাসের

নবকুমার:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দেশের সীমানা পেরিয়ে বর্তমানে কলকাতা চলচ্চিত্রে পাড়ি জমিয়েছেন। দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে ‘শর্টকাট’ ছবি নির্মিত হচ্ছে। শর্টকাট’ ছবির  মাধ্যমে অপুর কলকাতার চলচ্চিত্রে যাত্রা শুরু হচ্ছে। বাংলাদেশের পোশাক এবং বাঙালি সাংস্কৃতিকে সম্মান দেখিয়ে অপু বিশ্বাস সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে কলকাতার পোশাক বর্জন করেছে।

‘শর্টকাট’ শুটিংয়ে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস ।  অপু বিশ্বাস ‘শর্টকাট’ ছবি, কলকাতার সিনেমা এবং কলকাতায় বাংলাদেশি নায়িকাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে খোলামেলা কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, ‘কলকাতায় আসার পর আমাদের বাংলাদেশের অনেক আর্টিস্ট আছেন, যাঁরা নিজেকে কিছুটা কলকাতা বানিয়ে ফেলেছেন। কিন্তু আমি পরিপূর্ণ বাংলাদেশি মেয়ে, বাংলাদেশের দর্শকরা আমাকে যেমন পোশাকে এবং চরিত্রে দেখেছে এখানেও তেমনটাই দেখতে পাবে। আমি কলকাতায় এসে কলকাতার পোশাক পরিনি, বাংলাদেশি পোশাকই পরেছি। এটা একটা ভালো ম্যাসেজ।

তিনি আরো বলেন, ‘আমি মাঝে মাঝে ভুলে যাই, তারা (বাংলাদেশি নায়িকা, যারা কলকাতার সিনেমায় অভিনয় করে) বাংলাদেশি মেয়ে কিনা না। তবে, এক্ষেত্রে আমি জয়া অপুকে ম্যানশন করবো না। যারা কর্মাশিয়াল ছবি করছেন, তাঁরা সম্পূর্ণ কর্মাশিয়াল হয়ে যাচ্ছেন। বাংলাদেশে ছবি করার সময় তাদের এখানকার মতো এত বেশি কমার্শিয়ালভাবে তুলে ধরা হয় না। কারণ যত কিছুই হোক বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এদেশের সংস্কৃতিটা আমাদেরই বহন করতে হবে। বাংলাদেশি সিনেমা সে দেশেরই একটি অংশ। সুতরাং ওই সংস্কৃতি বিলীন করে অন্য কোনো অংশে আনতে পারি না।’

অপু বিশ্বাস তার প্রথম কলকাতার ছবি ‘শর্টকাট’ এ একজন মুসলিম তরুণীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় দুই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। সুত্র: সময় টিভি