সংবাদচর্চা রিপোর্ট: সদর মডেল থানার একটি অপহরন মামলায় নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবুর রিমান্ড নামঞ্জুর করেছে আদালত। একই সাথে তার জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। সদর থানার মামলা নং ৭৭(৪)১৯।
রোববার (১২ মে) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট অশোক কুমার দও এ আদেশ দেন। এর আগে সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। রিমান্ড প্রাপ্ত আসামী ডিস বাবু পাইকপাড়া সাহসুজা রোডের মৃত আ. গফুর মিয়ার ছেলে।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার ডিস ব্যবসায়ী হাসানের কাছ থেকে দশ লাখ টাকার চাদাঁ দাবী করে ডিস বাবু। পরে দশ লাখ টাকার অভিযোগ এনে হাসান তার বিরুদ্ধে বন্দর থানায় একটি চাদাঁবাজি মামলা দায়ের করে। এর পরই গত ২১ এপ্রিল মাসদাইর এলাকার সফিকুল ইসলাম কুসুম ৬ লাখ ৬১ হাজার ৩০০ টাকা ও পশ্চিম দেওভোগ এলাকা মোক্তার হোসেন ৭ লাখ ৬০ হাজার টাকা চাদাঁর দাবীতে দুইটি পৃথক মামলা দায়ের করেন। এছাড়াও গত ২৮ এপ্রিল অপর হরন করে ৬৮ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ এনে ১৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বারেক মিয়া বাদী হয়ে ডিস বাবুর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।