আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘অন্যায়ের প্রতিবাদ করতে নির্বাচনে এসেছি’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গণতন্ত্রকে ফেরত আনতে হবে। আমরা গণতন্ত্রকে ফেরত এনেছি উল্লেখ করে এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, আমি কেন নির্বাচনে আসলাম! আমি তো কখনো চিন্তা করি নি এ ক্লাবের একজন সদস্য পদে আমি নির্বাচন করবো। আমি নির্বাচনে এসেছি অন্যায়ের প্রতিবাদ করার জন্য। এখানে প্রার্থী হয়েছি এবং নারায়ণগঞ্জ ক্লাবে নির্বাচন হবে। আমি যদি নির্বাচিত হতে পারি নারায়ণগঞ্জ ক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়াকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দেবো।
সোমবার ১৮ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদের প্রতিদ্বন্দ্বী এড. মাহবুবুর রহমান মাসুম ও সিনিয়র সভাপতি পদের প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিবের পরিচিতি সভা অনুষ্ঠানে এড. মাহবুবুর রহমান মাসুম এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ করে এবার ১৪ জন্য সদস্য পদে, ৫ জন সহ-সভাপতি পদে, ২ জন সিনিয়র সহ-সভাপতি পদে এবং ২ জন সভাপতি পদে নির্বাচন করছে এটা নারায়ণগঞ্জ ক্লাবের জন্য একটি মাইলফলক। আমি বিশ্বাস করি, এ নারায়ণগঞ্জ ক্লাব নারায়ণগঞ্জের সম্পদ। এ সম্পদকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না, হতে দেবো না। এটাই হচ্ছে আমার অঙ্গিকার।
নির্বাচন হবে গণতান্ত্রিক পরিবেশে। আপনাদের ভালোবাসা চাই, সুন্দর নারায়ণগঞ্জ ক্লাব গড়ে তোলার জন্য দায়িত্ব চাই। দায়িত্ব দেয়ার দায়িত্ব আপনাদের। আমাকে এবং আমার রানিং মেট ইকবাল হাবিবকে ভোট দেবেন। আমরা অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে জীবনের ওপর ঝুঁকি নিয়ে এ ক্লাবের গণতন্ত্রকে উদ্ধার করতে চাই।
নারায়ণগঞ্জ ক্লাব পূর্বে সারা পৃথিবীতে ইউরোপিয়ান ক্লাব হিসেবে পরিচিত ছিলো। আজ নারায়ণগঞ্জ ক্লাবের যে দৈন্যদশা এটাকে ধরে রাখতে চাই নাকি সুন্দর সুবাতাসপূর্ণ গণতান্ত্রিক নারায়ণগঞ্জ ক্লাব হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা চাই। মহান আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এ পৃথিবীকে সুন্দর করার জন্য, ভালো কিছু দেয়ার জন্য, এ পৃথিবীকে আরো সুন্দর করে আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য।
আর সেখানে আমরা কয়েকজন মিলে সমস্ত সিস্টেমকে শীতলক্ষ্যায় ডুবিয়ে দিয়ে টেবিলে বসে নেতা হয়ে গেলাম। এটা হতে পারে না। এ মুক্তিযুদ্ধের বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের, দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ বাংলাদেশ। এ বাংলাদেশের ভেতরে নারায়ণগঞ্জ জেলা আর এ জেলার ভেতরে নারায়ণগঞ্জ ক্লাব। আমরা সকলে মিলে একটা সুন্দর ক্লাব ভালোবাসার ক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ভালো চাই, ভালো কিছু করতে চাই। আমরা ভালোবাসতে চাই একে অপরকে।
প্রসঙ্গত, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি নারায়ণগঞ্জ ক্লাবে পাঁচ বছর পর যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে সেই ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে ২৩ ডিসেম্বরের নির্বাচনে বিবেক বিবেচনা করে ভোট দেবার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি ক্লাব সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ‘সত্যকে সব সময় সত্য বলতে হবে সেটা যত কঠিনই হোক। ক্লাব যেন রাজনৈতিক কেন্দ্রে পরিনত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা বিনোদন কেন্দ্র বিনোদন যেন অব্যাহত থাকে।’
সিনিয়র সহ সভাপতি প্রার্থী ইকবাল হাবিব তার বক্তব্যে বলেন, এর আগেও তিনি এ ক্লাবের সিনিয়র সভাপতি ছিলেন। এবার যদি নির্বাচিত হন তাহলে তিনি ক্লাব সদস্যদের চাহিদানুযায়ী সকলের পাশে থেকে নিজেকে সকলের সেবায় নিয়োজিত রাখবেন। সদস্যদের মূল্যায়ণ করে তাদের মতামতের ভিত্তিতেই নিজ দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান রাসু, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির এবং নারায়ণগঞ্জ ক্লাবের বর্তমান কর্মকর্তাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সংগীত শিল্পী জিনাত জাহান মুন্নী।