সংবাদচর্চা রিপোর্ট:
বেতনের দাবিতে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার রফতানিমুখী অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নীট কম্পোজিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বৃহষ্পতিবার সকালে ঢাকা -ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। রাস্তায় তীব্র যান জটের সৃষ্টি হয়েছে বিপাকে পড়েছে যাত্রীরা। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কারখানার সামনে। জানা গেছে ৪র্থ দিনের মত অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং ও অন্তিম নীট কম্পোজিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। এর আগে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে ।
শ্রমিকরা জানান , গত নভেম্বর-ডিসেম্বর মাসের বকেয়া বেতন জানুয়ারী মাসের ১০ তারিখে দেওয়ার কথা ছিলো। সে অনুযায়ী ১০ তারিখে শ্রমিকরা কারখানায় যান। পরে তারা কারখানার গেইটে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হলে কতৃপক্ষ পুনরায় জানুয়ারী মাসের ২৪ তারিখে বেতন দেওয়ার ঘোষণা দেন। মালিকপক্ষের ঘোষণা অনুযায়ী শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানার সামনে এসে গেটে তালা ঝুলানো দেখেন। কারখানা কতৃপক্ষ নোটিশ টানিয়ে চলতি মাসের ৩১ তারিখে বেতন পরিশোধ করার ও ৩০ জানুয়ারী পর্যন্ত কারখানা বন্ধের ঘোষণা দেন। আজ আবার কারখানা বন্ধ দেখে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর আশ্বাসে শ্রমিকরা তাদের আন্দোলন স্থগিত করেছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
কারখানার ম্যানেজার (প্রশাসন) মাহাবুব আলম ভূঁইয়া বলেন, আমাদের কিছু করার নেই। মালিকপক্ষ যেভাবে বলে আমরা সে অনুয়ায়ী শ্রমিকদের সময় দেই। বৃহস্পতিবার বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু বুধবার রাতে মালিকপক্ষ জানিয়েছে ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি। তাই আগামী মঙ্গলবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হক বলেন, বেতনের দাবীতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। বর্তমানে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।