আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রী খেলা পছন্দ করেন :মন্ত্রী গাজী

নবকুমার:

রূপগঞ্জের ভোলানাথপুরে ‘ভোলানাথপুর যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইলান খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ জুলাই বিকালে নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়াসহ অনেকে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, খেলাধুলা মানুষকে মাদক সন্ত্রাস থেকে দূরে রাখে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলা পছন্দ করেন । তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উপশহরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে, পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু নির্মাণ হয়েছে। সুতরাং আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন। এখন আমরা পিছিয়ে নেই।