বিনোদনচর্চা ডেস্কঃ
বলিউড অভিনেত্রী ও অভিষেক বচ্চনের মা জয়া বচ্চনের ৭১তম জন্মদিন আজ।কাছে বয়স তার কাছে নিতান্তই এক সংখ্যামাত্র। প্রতিবছর জন্মদিন ফিরে ফিরে আসে অন্য জীবনের অন্য কোন মানে নিয়ে।
আর মায়ের শুভ জন্মদিনে ভিন্ন আঙ্গিকে উইশ করেছেন অভিষেক বচ্চন, মা জয়ার ‘অভিমান’-এর লুকের একটি ছবি দিয়ে অভিষেক লিখেছেন, ‘মা শব্দটাই সব কিছু বলে দেয়। শুভ জন্মদিন মা। ভালবাসি তোমাকে।’ এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বলিউডের অন্য তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন জয়াকে।
বেশ কিছুদিনপূর্বে এক সাক্ষাত্কারে অভিষেক জানিয়েছিলেন, “বাবার সঙ্গে সিনেমা দেখাটা মজার। কিন্তু মা অনস্ক্রিন কাঁদলেও আমার মন খারাপ হয়ে যায়। আসলে মায়ের সঙ্গে আমার ব্যক্তিগত বন্ডিংটা একেবারে আলাদা।“ মায়ের অনস্ক্রিন পারফরম্যান্স মুগ্ধ করেছিল ছেলেকে। জয়া বচ্চন তাঁর কাছে শুধুই মা। ছোট থেকে মায়ের কোনও ছবি দেখতেন না তিনি। যখন ঠিক করলেন, নিজে অভিনয় করবেন তখন জয়ার ছবি দেখতে শুরু করেন।

