আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অনশনরত শিক্ষকদের পাশে, শিক্ষামন্ত্রী দাবি মানা হবে

অনশনরত শিক্ষকদে পাশে, শিক্ষামন্ত্রী দাবি মানা হবে

অনশনরত

সংবাদচর্চা ডেস্ক: অনশনরত শিক্ষকদের পাশে দাড়িয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। টানা তিন দিনের মাথায় আজ মঙ্গলবার আমরণ অনশন ভাংতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের কাছে গেছেন তিন। এ সময় তাদের দাবি মানার আশ্বাস দেন।

সোমবার রাতে এমপিওভুক্তি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে শিক্ষামন্ত্রী কথা  বলে আজ প্রেস ক্লাবে গেছেন ।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন শিক্ষক-কর্মচারীরা। স্বীকৃতপ্রাপ্ত সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আমরণ অনশনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়েন ১৩ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারী। তাঁদের মধ্যে ছয়জন বিকেল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, এবার দাবি পূরণ ছাড়া তাঁরা ঘরে ফিরবেন না, প্রয়োজনে আত্মাহুতি দেবেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাসে সরকার বেতন-ভাতা বাবদ খরচ  দেওয়া হয়, সেগুলোকে এমপিওভুক্ত বলা হয়।  সেগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না এগুলোকে সংক্ষেপে নন-এমপিও বলা হয়।