আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের পথ সভায় অগনিত জনতার ঢল

অধ্যাপক আবু সাইয়িদের পথ সভায়

 

অধ্যাপক আবু সাইয়িদের পথ সভায়

নবকুমার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ১ আসনে জমে উঠেছে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের নৌকার পক্ষে গণসংযোগ।
সকাল হতে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে ভোটের আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে অফিসে পথে ঘাটে বইছে ভোটের হাওয়া।

শনিবার ৫ ই মে আগামী নির্বাচনে অংশ নিতে পাবনা ১ আসনে বেড়া উপজেলায় নৌকার পক্ষে গণসংযোগ করেছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও ৭২এর সংবিধান প্রণেতা অধ্যাপক ড.আবু সাইয়িদ।

কাজিরহাট নৌবন্দরে আবু সাইয়িদকে গ্রহণ করতে দাড়িয়ে হাজারো জনতা

দেখা গেছে অধ্যাপক আবু সাইয়িদের পথসভায় বেড়া সাথিয়া উপজেলার লাখো মানুষের ঢল নেমেছে। কাজিরহাট থেকে শুরু করে নতুনভারেঙ্গা,কৈটোলা,চাকলা,হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থানে গণসংযোগ করেন রণাঙ্গানের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু সাইয়িদ।

বেড়া সাথিয়া অধ্যাপক আবু সাইয়িদের রয়েছে বিশাল কর্মীবাহিনী। তারা বেড়া সাথিয়ার বিভিন্ন স্থানে নৌকার পক্ষে মাঠ চোষে বেড়াচ্ছে।

অধ্যাপক আবু সাইয়িদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। দীর্ঘ দিন পর বেড়া সাথিয়া উপজেলার নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়েছে পড়েন।

বেড়া সাথিয়ার ঝিমিয়ে থাকা আ.লীগ সক্রিয় হয়ে উঠেছে। অধ্যাপক আবু সাইয়িদের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে।

আবু সাইয়িদের অপেক্ষায় দাড়িয়ে তার সমর্থক

জানা গেছে পাবনা ১ আসনে নৌকার অন্যতম কান্ডারি অধ্যাপক আবু সাইয়িদ। বিশেষ সুত্রের মাধ্যমে জানা গেছে আ.লীগের সবুজ সংকেত পেয়ে অধ্যাপক আবু সাইয়িদ নৌকার পক্ষে গণ সংযোগ করে দিয়েছে।

রাজপথে সাইয়িদ সমর্থকরা নামায় দিশেহারা হয়ে মিথ্যাচার শুরু করে দিয়েছে টুকু,বাতেন ।টুকু বাতেনের সমর্থকরা ফেসবুকে বিভিন্ন ধরণের বাজে পোস্ট দিয়ে মিথ্যাচার শুরু করে দিয়েছে।

শনিবার ভোরে ঢাকা হতে নৌ পথে অধ্যাপক আবু সাইয়িদ কাজির হাট বন্দরে পৌছালে তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার লোক সমাবেত হয়।

অধ্যাপক আবু সাইয়িদের আগমন উপলক্ষে উত্তরবঙ্গের সর্বকালের সেরা মোটরসাইকেল শোডাউন দেয়া হয়। এতে প্রায়  ৩০০০হাজার মোটরসাইকেল ৫০০ বাস ছিলো। লোকের পদচারণায় কিছুটা যানজটের সৃষ্টি হয়।

মোটর সাইকেল শোডাউন

বেড়া উপজেলা আ.লীগের একাধিক নেতা জানান, অগনিত জনতার ঢলই প্রমাণ করে বেড়া সাথিয়ার মাটি অধ্যাপক আবু সাইয়িদের ঘাটি।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের উপর আর কোন অত্যাচার সহ্য করা হবে না। সহ্য অনেক করেছি।বেড়া সাথিয়ার মাটিতে আর কোন শোষণকারির স্থান নেই।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে আগামী নির্বাচনে বেড়া সাথিয়া থেকে অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচন করলে নৌকার বিজয় সহজ হবে।

সর্বশেষ সংবাদ