নিজস্ব প্রতিবেদক:
‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ এই দাবীতে মানবাধিকার সংগঠন অধিকার নারায়ণগঞ্জ ইউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অধিকার নারায়ণগঞ্জ ইউনিটির সমন্বয়ক সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে মঙ্গলবার (২৯ মে) বেলা ১১ টা দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক টেক্সটাইল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাসদের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নিউ এইজের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, অধিকারের ডিফেন্ডার এম কবির উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন, অধিকারেরকর্মী সাংবাদিক ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ২০১৪ সালে সাতখুনের ঘটনায় নিহত মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই মিজানুর রহমান রিপন।
সভাপতির বক্তব্যে বিল্লাল হোসেন রবিন বলেন, অধিকারের তথ্য মতে গত বছর ৮৬ জন ব্যক্তি গুমের শিকার হয়েছে। চলতি বছর জানুয়ারী থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৪ জন গুম হয়েছে। গুমের শিকার এই মানুষদের পরিবারের আজকে কি অবস্থা তা বলে শেষ করা যাবে। কতটা কস্ট আর বেদনায় তাদের দিন কাটছে। অনেক পরিবারের দাবি অন্তত লাশটা যেন তারা ফেরত পায়। একটি স্বাধীন দেশে এমন পরিস্থিতি মেনে নেয়া যায় না।
তিনি আরো বলেন, বছরের পর বছর ধরে মাদকের ব্যবসা চলে আসছে। কারা করছে সেই ব্যবসা। আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা তা জানেন। কিন্তু কার্যকরি পদক্ষেপ নেয়া হয়নি মাদক নির্মূলে। এখন ক্রস ফায়ার করা হচ্ছে, প্রতিদিন মরছে। কিন্তু মাদক ব্যবসা কি বন্ধ হচ্ছে? যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছিল মাদক ব্যবসা করে। হঠাৎ এমন কি হয়ে গেলো যে, মাদক ব্যবসা রেখে মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নেমে গেলো? ক্রসফায়ার মাদক ব্যবসা নির্মুলের কোন সমাধান হতে পারে না।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে হত্যা, খুন, গুম, মাদক, রোহিঙ্গা, কোটা সংস্কার আন্দোলনসহ নানা বিষয়ে উপস্থিত অতিথিদের প্রশ্ন করা হয় এবং অতিথিরা প্রশ্নের যথাসম্ভব উত্তর দেন।
আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ফজলুল হক উকিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মকসুদুর রহমান জাবেদ, অধিকারেরকর্মী এনামুল হক প্রিন্স, কবি জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক এ্যানি চন্দ্র, রাজিয়া সুলতানা শিশির, তাসলিমা আক্তার আখি, প্রিয়াঙ্কা রায়, আশরাফ সিদ্দিকী দুপুর, সিফায়েত উল্লাহ মাসফি, হাসান মাহমুদ, শামীমা রিতা, মো. সৌরভ হোসাইন সিয়াম সাবিত আল হাসান, আফসানা আক্তার, সোহেল রানা, সিফাত হাসান সুমাইয়া, দিপা রহমানসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।