আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অদিতিকে কুপ্রস্তাব

অনলাইন রিপোর্ট:

অদিতি রাও হায়দারি রক্ষণশীল পরিবারের মেয়ে। হিন্দি ও তামিল ছবিতে অভিনয় ও গান দুটোই করেন তিনি। বিশ্বাসই করতে পারেননি যে মানুষের জীবনে এমন ঘটনাও ঘটতে পারে। যখন নিজের পালা এল, লজ্জায়, দুঃখে, ঘেন্নায় কেঁদেছিলেন তিনি। নিজের জীবনে সেই অভিজ্ঞতা লাভের সুযোগ এলে কুপ্রস্তাবে রাজি হননি তিনি। এ কারণে সিনেমায় কাজ দেওয়া হয়নি তাঁকে।

গত শুক্রবার ভারতের একটি সংবাদমাধ্যমের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অদিতি। অন্যদের মতো তাঁর অভিজ্ঞতা যদিও ততটা ভয়াবহ নয়। একটি ছবিতে কাজ চাইতে গেলে অদিতিকে বলা হয়েছিল, কাজ পেতে হলে তাঁকে বিছানায় যেতে হবে। সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। এরপর আট মাস বেকার থাকতে হয়েছে তাঁকে।