আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অতীতে কোনো সরকার বিনামূল্যে বই দেয়নি : হাছিনা গাজী

সারা দেশের ন্যায় তারাব পৌরসভায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বই উৎসবের উদ্বোধন করেন  তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে বিপ্লব ঘটেছে। তিনি নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই পৌছে দিয়েছেন । বইয়ের অভাবে এখন কোনো ছেলে মেয়ের লেখাপড়া বাদ যাচ্ছে না। অতীতে কোনো সরকার বিনামূল্যে বই দেয়নি। এটা আওয়ামী লীগ সরকারের বড় সফলতা।

এসময় উপস্থিত ছিলেন,  তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সচিব তাজুল ইসলাম, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান, বরপা হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন সহ অনেকে।

প্রসঙ্গত বুধবার  বরপা হাজী নুর উদ্দিন আহ‌মেদ উচ্চ বিদ্যালয়, রূপসী নিউমডেল স্কুল এন্ড কলেজ, রূপসী নিউ মডেল কিন্ডার গার্টেন, নোয়াপাড়া পৌর মাধ্যমিক বিদ্যালয়, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গন্ধর্বপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়, তারা‌ব সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়, খা‌দুন আয়েত আলী উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন হাছিনা গাজী।