আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অগ্নিদগ্ধ সালমার পাশে টিম খোরশেদ

সংবাদচর্চা রিপোর্ট: ফতুল্লার তল্লা বাইতুল সালাত মসজিদ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ সালমা বেগমকে চিকিৎসার জন্য সালমার মেয়ের হাতে টিম খোরশেদ ও টাইম টু গিভের এর পক্ষ থেকে ৫ হাজার টাকা তুলে দেন টিম লিডার কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

উল্লেখ্য যে অগ্নিকান্ডের সময় সালমা বেগম মসজিদের সামনের রাস্তা দিয়ে স্বামীর জন্য ঔষধ কিনতে স্থানীয় ফার্মেসীতে যাচ্ছিলেন।মূলত নারী ও মসজিদের বাইরে অগ্নিদগ্ধ হওয়ায় সালমা সরকারী তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় কোন অনুদান বা সহায়তা পাচ্ছিলেন না।স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সালমার করুণ কাহীনি জানতে পেরে টিম খোরশেদ সালমার বাড়ীতে যান ও তার শারীরিক অবস্থার খোজ নেন ও চিকিৎসার জন্য ৫০০০ টাকা সালমার মেয়ের হাতে তুলে দিয়ে টিম লিডার কাউন্সিলার খোরশেদ বলেন,আমাদের সাধ অনেক,কিন্তু সামর্থ্য সীমিত। তারপরেও আল্লাহর রহমতে সকল বিপদগ্রস্ত মানুষের পাশে টিম খোরশেদ সব সময় থাকবে ইনশাআল্লাহ।