গত ১৫ ফেব্রুয়ারি ভোর রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। জানা গেছে ৪০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ২ হাজার করে টাকা দেয়া হবে। যারা ক্ষতিগ্রস্তত হয়েছে তারা সবাই গরীব মানুষ। অন্যের জমিতে মাটি ভাড়া নিয়ে ঘরকরে ছিল তারা ।