নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি নিহতের স্বজনরা। বিচারের দাবিতে টানা ৯ বছর ধরে প্রতিমাসে কর্মসূচি পালন করে আসছে ত্বকী মঞ্চ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। ২০১৩ সালের ৬ মার্চ বিকালে সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় ত্বকী। দু’দিন পরে শীতলক্ষ্যা নদীতে মিলে তার লাশ। পরিবারের দাবি নিখোঁজের রাতেই তাকে হত্যা করা হয়েছে। এক বছর পরে মামলার তদন্ত সংস্থা র্যাবও ত্বকী হত্যার রহস্য উদঘাটন করে অভিযুক্তদের তালিকা তুলে ধরে সংবাদ সম্মেলন করে। তবে দীর্ঘ ৯ বছর পেরুলেও মামলাটির তেমন কোনও অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
হত্যাকান্ডে নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবারের লোকজন অভিযুক্ত হওয়ায় মামলার অগ্রগতি হচ্ছে না বলে মনে করেন ত্বকীর স্বজনরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহতের বাবা রফিউর রাব্বি। ত্বকী হত্যার ৯ বছর উপলক্ষে শুক্রবার ( ১১ মার্চ) চাষাঢ়ায় র্যালী ও আলোচনা সভা করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সভায় বক্তারা ত্বকী হত্যার দ্রুত বিচার দাবি করেন।