আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ হাজার টাকার জন্য শিশু রোকসানাকে হত্যা

৬ হাজার

৬ হাজার টাকার জন্য শিশু রোকসানাকে হত্যা

 ৬ হাজার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের ৩ দিন পর রোকসানা (১০) নামে এক স্কুল ছাত্রীর লাশ সোনারগাঁয়ের কাইক্কারটেক থেকে উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোকসানা সিদ্ধিরগঞ্জের গোদনাইল প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। গতকাল শনিবার বিকালে এ মামলাটি (নং-৫৩, তাং- ২৭/০১/২০১৮ ইং) দায়ের করেন রোকসানার বাবা মোঃ আশরাফুল ইসলাম।

মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে বলে জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নজরুল ইসলাম। রোকসানার পিতা মোঃ আশরাফুল ইসলাম একজন প্যারালাইসেস রোগী। সে কাজ করতে পারেনা। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে রোকসানা ৩য় সন্তান। তার বড় দুই বোন আরমিনা (১৮) ও রুবিনা (১৬) এবং তার মা কারিমা বেগম সিদ্ধিরগঞ্জের গোদনাইল জিএমসি মিলস এ কাজ করেন। ৯ বছর বয়সের একমাত্র ছোট ভাই কামরুজ্জামানও এলাকার একটি হুশিয়ারীতে কাজ করে জানাগেছে। তাদের গ্রামের বাড়ি লালমনির হাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিনদলগ্রাম পরশুরাম পাড়া এলাকায়। এলাকায় তাদের কোন শত্রু নেই এবং কারো সাথে অর্থনৈতিক লেনদেন নেই উল্লেখ করে রোকসানার বড় বোন আরমিনা জানায়, ৪ বছর পূর্বে গ্রামের বাড়ি থেকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের বাড়িতে এসে ভাড়া থাকছেন।

উল্লেখ্য, ২৩ জানুয়ারী সকালে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে রোকানা আর বাসায় ফিরেনি। মেয়েকে খুঁজে না পেয়ে ২৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরী করেন তার বাবা মোঃ আশরাফুল ইসলাম। একই দিন রাতে (২৪ জানুয়ারী) আশরাফুল ইসলামের কাছে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি জানান, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। তার কাছে ৬ হাজার টাকা মুক্তিপণ ও মিষ্টি খাওয়ার জন্য দাবি করেন উক্ত ব্যক্তি। এরই দু’দিন পর শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলার কাইক্কারটেক এলাকা থেকে বস্তাবন্দি ও হাত-পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। তবে পুলিশ তাৎক্ষনাত তার পরিচয় জানতে না পেরে অজ্ঞাত হিসেবে সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে শুক্রবার বিকেলে মর্গে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করেন আশরাফুল ইসলাম। এসময় তার হাত-পা বাধা অবস্থায় ছিল।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সাত্তার টিটু জানান, অপহৃরণের পর হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।