আজ বুধবার, ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৪০ বছরে যা হয়নি,শেখ হাসিনার নেতৃত্বে ১০ বছরে তা হয়েছে : এমপি গাজী

৪০ বছরে যা হয়নি

৪০ বছরে যা হয়নি

নবকুমার:

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর উদ্যোগে  ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি ১৯৫২-২০৪১ ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার  ২৮ আগস্ট বিকেলে রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা  গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের স্বাধীনতা। আমরা এখন স্বাধীনতার সুফল ভোগ করছি। দীর্ঘ ৪০ বছরে যা হয়নি, শেখ হাসিনার নেতৃত্বের ১০ বছর তা হয়েছে। পদ্মাসেতু দৃশ্যমান হচ্ছে। মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। জীবনযাত্রার মান উন্নত হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। যুদ্ধা অপরাধীদের বিচার হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা নতুন ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। দেশের চলমান উন্নয়নের ধারা সকল মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, সাবেক রাষ্ট্রদূত ও সচিব আব্দুল হান্নান প্রমুখ।

এফবিসিসিআই আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

আলোচনা সভা শেষে  ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদদের আন্তার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।