রূপগঞ্জ প্রতিনিধি: মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আবারো রূপগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কামশাইর বিল থেকে অর্ধগলিত অবস্থায় এ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় মেলেনি।
চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ শফিউদ্দিন জানান, শুক্রবার বিকালে কামশাইর বিলে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে, খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা ( ৩২ ) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটির পড়নে সাদা চেক লুঙ্গি ও গায়ে ছাই কালারের হাফহাতা টি-শার্ট ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ, গত বৃহস্পতিবার সকালে হাটাবো থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।