আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪ ঘণ্টার মধ্যে শিশু সাদমানের খোঁজ পাওয়া না গেলে কঠোর আন্দোলন করা হবে।

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ ওমর এপনের দেড় বছরের নিখোঁজ শিশু সাদমান সাকিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে না পাওয়া গেলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাবার ঘোষনা দিয়েছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস। নিখোঁজের ৬দিন অতিবাহিত হলেও কোন খোঁজ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার ও স্বজনেরা। তারা বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে খোঁজ পাওয়া না গেলে কঠোর আন্দোলন করা হবে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস’র ব্যানারে মানববন্ধন করে পরিবারের সদস্য ও এলাকাবাসী। যেখানে উপস্থিত বক্তারা কঠোর আন্দোলনে যাবার ঘোষনা দেন।

নিখোঁজ শিশুর মা হাবিবা আক্তার লিপি বলেন, আমাদের সঙ্গে কারো কোন বিরোধ এবং শত্রুতা নেই। তারপরও কেন আমার সন্তান নিখোঁজ হলো কিছুই জানি না।

কান্না জড়িত কণ্ঠে সাদমানের বাবা সৈয়দ ওমর খালেদ এপন বলেন, ‘প্রশাসন চাইলে ২৪ ঘন্টার মধ্যে আমার সন্তাকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু আজ ৬দিন হয়ে গেলো কিন্তু এখনও আমার সন্তানকে ফিরে পাচ্ছি না। প্রশাসন সহ সকল কাছে অনুরোধ আমার সন্তানকে ফিরিয়ে দিন।’

মানববন্ধনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, ‘অবিলম্বে শিশু সাদমানকে উদ্ধার করতে হবে। দ্রুত সাদমান সাকি উদ্ধার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাদমান সাকির চাচা মাহমুদ সুপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সাকির দাদি শাহিনা বেগম, উল্লাস সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদ, সহ-সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ নয়ন, সংগঠনিক সম্পাদক জিএম কুদরত, কোষাধ্যক্ষ হাইউল, এলাকাবাসীর পক্ষে মো. বাবুন, রাকিব, ইকবাল, কাজল প্রমুখ।

উল্লেখ্য এর আগে ১ ডিসেম্বর দুপুর দেড়টায় কাঠের দোতালা এলাকার মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সাদমান। এ ঘটনায় বাবা সৈয়দ ওমর খালেদ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়রী করেন।