আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২১ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১। ২১ এপ্রিল অভিযানে ২১ কেজি গাঁজাসহ মোঃ কামরুল হাসান বিশ^াস (২৬) নামক ০১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল হাসান বিশ^াস ঝালকাঠি জেলার নলসিটি থানাধীন রাজনগর এলাকার মোঃ মিজানুর রহমান বিশ^াস এর ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসের সাধারণ যাত্রী সেজে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ