আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ মার্চ থেকে হাম-রুবেলার টিকা

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৮ মার্চ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও চলবে এ টিকাদান কার্যক্রম। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যাতিত টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা দেওয়া হবে

রবিবার (১৫ মার্চ) জেলার সিভিল সার্জন ডা. মোঃ ইমতিয়াজ হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর কার্যক্রম সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন।

ডা. ইমতিয়াজ বলেন, তিন ধাপে নারায়ণগঞ্জে পরিচালিত হবে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০। ৯ মাস থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে। এর মাধ্যমে হাম-রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে।

প্রথম ক্যাম্পেইন পরিচালিত হবে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ। এসময় ১৮২১ টি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ৩ লাখ ৫৩ হাজার ২০৭ জন ছাত্রছাত্রীদের টিকা দেওয়া হবে। আর দ্বিতীয় ক্যাম্পেইনে২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ১০৫৬ টি নিয়মিত কেন্দ্র, ৪৪টি অতিরিক্ত কেন্দ্র এবং ৫টি স্থায়ী কেন্দ্রে ৩ লাখ ৫ হাজার ২১০জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে প্রতিটি কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩ জন সেচ্ছাসেবী কাজ করবে।

এসময় তিনি অনুরোধ করেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং গণমাধ্যমে হাম রুবেলার টিকা সম্পর্কে অবগত ও প্রচারণা চালাতে। বিশেষ করে জুময়ার খুতবা ও মসজিদের মাইকে এ ব্যাপারে জানানোর অনুরোধ জানান তিনি। সকলের সার্বিক সহায়তা এবং টিকা নিয়ে কোন প্রকার অপপ্রচারে কান না দিতেও অনুরোধ জানান সকলের প্রতি।

অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের এসআইএমও ফারহানা রহমান, ডিইপিআই লুৎফর রহমান, ডিএইচএস স্বপন দেবনাথ, এসএইচইও মহিউদ্দিন মিয়া এবং জেএইচইও শাকির হোসেন।