আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ টাকার স্প্রাইট ২০ টাকা : সুগন্ধা প্লাসের মামলার শুনানি ১ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গীর্জার পাশে অবস্থিত খাবারের রেস্টুরেন্ট সুগন্ধা প্লাসের বিরুদ্ধে করা ভোক্তা অধিকার আইনে মামলার শুনানির জন্য ১ নভেম্বর নির্ধারন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাসেল নামের গ্রাহক ঢাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গিয়ে প্রমাণ সহ ওই মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, রাসেল সেখানে স্প্রাইট ২০০ মিলি কোমলপানীয় ক্রয় করেন যা বাইরে ১৬ টাকা করে বিক্রি হয়। সুগন্ধা প্লাসে প্রতিটি স্প্রাইট ২০টাকা করে রাখা হয় এবং এর কারণ জানতে চাইলে রাসেলের সাথে দুর্ব্যবহার করেন সেখানের বয়রা। তাকে জোর করে ২০ টাকাই দিতে বাধ্য করা হয়।

রাসেল নিউজ নারায়ণগঞ্জকে জানান, আমি স্বাভাবিকভাবে ১৬টাকার জিনিস ২০টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে অতিরিক্ত দামের কারণ জানতে চাওয়ায় তারা আমার সাথে খারাপ আচরণ করে জোর করে টাকা দিতে বাধ্য করে। আমি ভোক্তা অধিকার আইনে মামলা করেছি। খাবারের বিলের কপিও সাথে সংযুক্ত করেছি।

তিনি জানান, শুধু কোমলপানীয়ই নয় সকল কিছুরই অতিরিক্ত দাম রাখে সুগন্ধা প্লাস। এখানে খাবারের দাম অন্যান্য যেকোন রেস্টুরেন্টের চেয়ে বেশী। একই সাথে খাবারের মানও তেমন উচ্চ মানের নয়।

রাসেল আরো জানান, তাকে বুধবার ২৬ অক্টোবর সকালে ফোন করে জানানো হয়েছে আগামী ১ নভেম্বর এ মামলার শুনানি হবে।