আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হোড়গাঁও বাজারে আগুনে পুড়ে ছাই দোকান

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও বাজারে অগ্নিকান্ডে ৪ টি দোকান ও হোটেল আগুনে পুড়ে ছাই হয়েছে। রবিবার ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টায় এই আগুন লাগে । খবর পেয়ে রূপগঞ্জ ও আড়াইহাজার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন ঘটনাস্থল পরিদর্শন করে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪-৭ লাখ টাকা। এছাড়া আগুনে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস হালকা ক্ষতি হয়েছে।