আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিনা রব্বানি এবার পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজনীতিক হিনা রব্বানি । প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিনা রব্বানি খার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে শপথ নেয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ৩৭ সদস্যের মন্ত্রিসভা। নতুন এ মন্ত্রিসভায় এবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হিনা রব্বানি খার ২০১১ সালের ১৯ জুলাই থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত পাকিস্তানের ২১তম এবং প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ২০ জুলাই পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এ রাজনীতিক। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলী জারদারি।

যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর পড়াশোনা করে আসা হিনা রব্বানি খার পাকিস্তানের রাজনীতিতে আসেন পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) মাধ্যমে। তবে কয়েক বছরের মধ্যেই দল পাল্টে তিনি পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) চলে আসেন। পিপিপি সরকার আমলেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন তিনি।

সূত্র: ডন।