আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৫০ শয্যা হাসপাতালে ২ বছর ধরে এক্সেমেশিন বিকল

হাসপাতালে

আড়াইহাজারে ৫০ শয্যা হাসপাতালে ২ বছর ধরে এক্সেমেশিন বিকল

হাসপাতালে
রফিকুল ইসলাম রানা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের এক্সে মেশিনটি গত প্রায় দুই বছর ধরে বিকল হয়ে আছে। মেশিনটি মেরামত করার কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে।

প্রতিদিন শত শত রোগী আসে হাসপাতালটিতে। উপজেলার ৭লাখ লোকরে জন্য কোন বড় হাসপাতাল বলতে গেলে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সটিই। পাশাপাশি বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক থকালেও সে গুলোতে এক্স্রে করা বেশ ব্যায় বহুল বিধায় অনেকে প্রয়োজন থাকলেও তা করতে চান না। সরকারী এক্সে মেশিনে এক্সে করতে যেখানে মাত্র ৬০ টাকা খরচ হয়, সেখানে প্রাইভেট ক্লিনিকে তার করতে গেলে ১ শ থেকে ৩ শ টাকা পর্যন্ত লেগে যায়। এক্সে মেশিন বিকল থাকায় প্রতি দিন শত শত রোগী এক্সে না করেই ফেরত যাচ্ছে। অথবা চিকিৎসা নিচ্ছেন এক্সে ছাড়াই। ইতি পুর্বে এক্সে মেশিনটি না চলার কারণ হিসেবে জানতে চাইলে কর্তৃ পক্ষ জানান, বিদ্যুতের লোড অনুযায়ী মেশিনটি দূর্বল। তাই লোড কুলোতে না পারায় এক্সে করা যাচ্ছ না। বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ম কর্তা ডাঃ হাবিব ইসমাইল ভূঁইয়া জানান, আমি নতুন যোগদান করেছি। মেশিনটির অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য দিতে পারব।