আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হামলাকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে : আজাদ

 

স্টাফ রিপোর্টার :

হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়া মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর শারীরিক অবস্থার খেঁাজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ—সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। একই সাথে হামলাকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণের হুশিয়ারীও দিয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

গতকাল এক বিবৃতিতে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ বলেন, ‘নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর যেই ধরনের হামলা হয়েছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি মনে করি, দলে অনুপ্রবেশের চেষ্টাকারীরা এই হামলা ঘটিয়ে থাকতে পারে। যারাই এই হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব। তার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা দলের উর্ধ্বতন নেতৃবৃন্দকে জানানো যেত। কিন্তু তার সাথে যেটা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। যেই ঘটনা ঘটেছে— সেটা মেনে নেয়া যায় না। এটা সন্ত্রাসীদের কাজ। এই সন্ত্রাসীদের শক্ত ভাবে দমন করতে হবে। যেন তারা বিএনপির নাম করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’